বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে হাওয়া অফিস জানিয়েছে, ভারী বৃষ্টিতে তোলপাড় হবে উত্তরবঙ্গ। আজ ২৩ অগস্ট অর্থাৎ বুধবার থেকে ২৫ অগস্ট শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি থাকছে।
উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে তুমুল বৃষ্টির সতর্কতা। তবে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভিজতে পারে তিলোত্তমাও। আজ থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণে। যার দরুন দক্ষিণের সব জেলাতেই আজ থেকে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। জানা যাচ্ছে ২৫ তারিখ থেকে কিছুটা বৃষ্টি ফের কমতে পারে।