শুরু হয়েছে চলতি বছরের বর্ষার মরশুম। বর্ষার মরশুম শুরু হলেও বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্ত ভাবে। উত্তরবঙ্গে বৃষ্টির দেখা মিললেও দক্ষিণবঙ্গ ছিল বৃষ্টির অপেক্ষায়। অবশেষে উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গেও একটু একটু করে জোরালো হচ্ছে বর্ষা।
শনিবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত। রবিবার প্রায় সারাদিন ধরেই কখনো হালকা কখনো বা ভারী বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা। এমতাবস্থায় হাওয়া অফিসে পূর্বাভাস, আজ অর্থাৎ সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সপ্তাহের প্রথম দিন থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের তিন জেলায় অপেক্ষাকৃত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা পারদও কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
প্রসঙ্গত এই মরসুমের শুরু থেকেই বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ক্রমে সেই ঘাটতি বাড়তে বাড়তে প্রায় ৫০ শতাংশের দোরগোড়ায় পৌঁছেছে। এমতাবস্তায় সোমবার থেকে কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানা যাচ্ছে।
এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রাও কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সঙ্গে জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতার আকাশ আজ মেঘলা থাকবে। গতকালের থেকে তুলনামূলক বৃষ্টি বাড়বে সোমবার। দফায় দফায় ভিজবে তিলোত্তমা। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা বেশ খানিকটা কমে গিয়েছে।
গতকাল রাতে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ। আপাতত কলকাতায় তাপমাত্রা বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টিপাত হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও কমবে।