উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে এবার রাজ্যে স্থায়ী ভাবে ঢুকছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যে বর্ষা ঢুকছে ৷

ফলে এবারে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণধীরে ধীরে বাড়বে। জানতে পারা যাচ্ছে আজ থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহারে, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে ৷ যার ফলে এই তিন জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

দার্জিলিং, কালিম্পঙেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিও হতে পারে৷ দুদিন থেকে দক্ষিণবঙ্গেও দেখা মিলেছে বর্ষণের। তবে সেখানে এখনই কমেনি দহনজ্বালা।