বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালে পুরো প্যানেল বাতিল করেছে হাইকোর্ট। যার জেরে চাকরি হারিয়েছেন ২৫৭৫৩ মানুষ।
হাইকোর্টের নির্দেশ ছিল, যারা দুর্নীতি করে মেয়াদ-উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের সমস্ত বেতন আগামী চার সপ্তাহের মধ্যে ১২ শতাংশ হারে সুদ-সহ বেতন ফেরত দিতে হবে।
হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, আগামী ৩ মে এসএসসি মামলায় শুনানির সম্ভাবনা রয়েছে। যদিও কোন বেঞ্চে মামলার শুনানি হবে সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।