দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা ও নার্সিং প্রশিক্ষণ

দিশারী নার্সিং ট্রেনিং সেন্টার এর কর্ণধার শান্তনু শর্মা ও পদ্মশ্রী করিমুল হক এর যৌথ এক অভিনব উদ্যোগে পদ্মশ্রী করিমুল হক এর ব্যবস্থাপনায় এবং জলপাইগুড়ি পান্ডা পাড়া দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের পরিচালনায় ও মালদার বিশিষ্ট সমাজসেবী উৎপল গুহ বিশ্বাস মহাশয় এর সার্বিক সহযোগিতায় করিমুল হকের মানব সেবা সদন সোসাইটিতে বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির এর আয়োজন করা হয় এবং ৭০ জন ছাত্রছাত্রীকে নার্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

পদ্মশ্রী করিমুল হক জানান যে আজকাল সরকারি চাকরির যা অবস্থা,আর আমি যখন দিশারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাই এখানকার ছাত্র-ছাত্রীরা যদি নার্সিং প্রশিক্ষণটি নিয়ে তাদের রুজি রোজগার করতে পারে সে কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।এদিকে মালদার বিশিষ্ট সমাজসেবী উৎপল গুহ বিশ্বাস মহাশয়ের মাতা স্বর্গীয় আশালতা গুহ বিশ্বাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির ও নার্সিং ট্রেনিং এর সমস্ত সাজ-সরঞ্জাম দেওয়া হলো। উৎপল গুহ বিশ্বাস মহাশয় আরও জানান যে আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি অ্যাম্বুলেন্স দেওয়ার অঙ্গীকার করছি।


অপরদিকে দিশারী নার্সিং ট্রেনিং সেন্টার এর কর্ণধার শান্তনু শর্মা জানান এখানকার ছাত্র-ছাত্রীরা ঝড় বৃষ্টি উপেক্ষা করে জলপাইগুড়িতে দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারে গিয়ে প্রশিক্ষণ নেই তাই তাদের কথা মাথায় রেখে তিনি করিমুল হক এর মানব সেবা সদন সোসাইটিতে এটির আয়োজন করেন এবং ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে বলে আশা করেন এবং অ্যাম্বুলেন্সটি পেলে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাবেন বলে মনে করেন দম্পতি।