স্বাস্থ্যসাথী কার্ডে বেশ কয়েকটি চিকিৎসায় নিয়ন্ত্রণ জারি করল স্বাস্থ্য ভবন। এই কার্ডে বেসরকারি হাসপাতালে করা যাবেনা হার্নিয়া, হাইড্রোসিল, দাঁতের চিকিৎসা। সব ধরনের হাইড্রোসিল অপারেশন স্বাস্থ্যসাথী কার্ডে সরকারি হাসপাতাল থেকেই করতে হবে।
এমনকি ক্যান্সার সার্জারি, পথ দুর্ঘটনার শিকার রোগীদের প্রস্থেসিস সবই স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে করাতে পারেন তবে সরকারি হাসপাতাল থেকে৷ এই মর্মে অ্যাডভাইজরি জারি করল স্বাস্থ্য ভবন। মূলত খরচে রাশ টানতেই এমনটা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।