বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু।
এদিকে দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি। এবার জানা গেল, আচমকাই সংজ্ঞা হারিয়েছেন ‘কাকু’। প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিগত বেশ কিছুটা সময় ধরেই শরীর ভালো নেই সুজয়কৃষ্ণ ভদ্রর। জেল হেফাজতেই ‘কাকু’র চিকিৎসা চলছিল।
শারীরিক অসুস্থতার কারণেই বহুবার আদালতের নির্দেশ সত্ত্বেও সশরীরে হাজিরা দিতে পারেননি। হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। মনে করা হচ্ছে, সেই বিষয়ক অসুস্থতার জেরেই এদিন আচমকা অজ্ঞান হয়ে যান সুজয়কৃষ্ণ।