নিজের ছবির মুক্তি করলেন নিজের প্ল্যাটফর্মে

বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কের সঙ্গে জড়িয়েছেন এই পরিচালক। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না তার। বলিউডের বিতর্কিত পরিচালক তিনি। তাই জন্যেই হয়তো দাউদ ইব্রাহিমের মত একটি বিতর্কিত আন্ডার ওয়ার্ল্ড ডনের চরিত্র নিয়ে ছবি করার জন্যে বেছে নিয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক রাম গোপাল বর্মার নিজস্ব ছবি ‘ডি কোম্পানি’। এই ছবির গল্পকার এবং পরিচালনার এই দুইয়েরই দায়িত্বে রয়েছেন রাম গোপাল বর্মা নিজেই। গ্যাংস্টার দাউদ ইব্রাহিম এবং তার চ্যালা ছোটা রাজন কীভাবে আশির দশকে মুম্বই শহরে রাজত্ব চালাত – সেই কাহিনী কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘ডি কোম্পানি’। পরিচালকের নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ‘স্পার্ক ওটিটি’ – তে স্ট্রিমিং শুরু হল এই ছবির।

ছবিতে মুখ্যভূমিকায় রয়েছেন অশ্বথ কান্থ,প্রণয় দীক্ষিত,নয়না গঙ্গোপাধ্যায় প্রমুখ অভিনেতা-অভিনেত্রীরা। ‘ডি কোম্পানি’-র প্রসঙ্গত, গত মার্চ মাসে বড়পর্দায় এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল। ছবি ‘ডি কোম্পানি’ প্রসঙ্গে পরিচালক বলেছেন, এই ছবিটি তার স্বপ্নের প্রোজেক্ট। দীর্ঘ ২০ বছর ধরে রাম গোপাল যুক্ত ছিলেন এই আন্ডার ওয়ার্ল্ড, এনকাউন্টার পুলিশ, আন্ডার ওয়ার্ল্ডের মিডিলম্যান, এবং এমন বেশ কিছু পরিচালকের সঙ্গে যারা প্রত্যেকেই এই ধরনের একটি ছবি বানানোর জন্যে উদ্ভুদ্ধ করেছেন তাকে।