অসুস্থতার কারণে একের পর এক হাজিরা এরাচ্ছেন তিনি

একের পর এক হাজিরা এরাচ্ছেন তিনি। গরুপাচার কাণ্ডে দ্বিতীয়বার হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। শুক্রবার সকালে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু এদিনও হাজিরা দিলেন না অনুব্রত৷ তবে তিনি নিজে না এলেও তাঁর হয়ে আইনজীবী এসে পৌঁছলেন নিজাম প্যালেসে।

গত মাসে দু’বার অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ যদিও সেবার ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হয়েছিল তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে৷ কিন্তু অসুস্থতার ওজরে হাজিরা এড়ান তিনি৷ এরপরেই গ্রেফতারি থেকে রক্ষা কবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি৷ তাঁর সেই আবেদন মঞ্জুরও করে কলকাতা হাই কোর্ট। জানিয়ে দেওয়া হয়, হাই কোর্টের নির্দেশ ছাড়া অনুব্রতকে গ্রেফতার করা যাবে না৷ তবে তদন্তকারীদের সবরকম সহযোগিতা করতে হবে অনুব্রতকে। 

গরুপাচার কাণ্ডে সিবিআই দফতবে হাজিরা দিয়েছেন দেব৷ কিন্তু বারবার সিবিআই তলব এড়িয়ে যাচ্ছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি৷ ভোট পরবর্তী মামলায় স্বস্তি মিললেও গরুপাচার মামলায় এর আগে ১৪ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলকে। সেদিনও হাজিরা এড়িয়ে যান কেষ্ট৷  এর পর ২৫ ফেব্রুয়ারি আসতে বলা হয় তাঁকে৷ কিন্তু এদিনও হাজিরা এড়ান৷ তবে সকাল ১০ টায় তাঁর আইনজীবী দেখা করেন তদন্তকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে। তিনি অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার কথা তুলে ধরেন। তিনি তদন্তকারী অফিসারদের বোলপুর সংলগ্ন এলাকায় অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের আর্জি জানাবেন বলেই সূত্রের খবর৷