ধর্ম যার যার উৎসব সবার এই চিন্তা ধারা নিয়েই শিলিগুড়ির কলেজ পাড়ায় মহা নবমীতে শুরু হলো দার্জিলিং জেলা এক্স স্টুডেন্ট ফরামস এর প্রথম বর্ষের জগদ্ধাত্রী পুজো। পাশাপাশি বিশ্ব বাংলা থিমকে সামনে রেখে এই পুজোর উদ্বোধন করেন শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, এছাড়া সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন ডাক্তার সন্দীপন সেনগুপ্ত, শিলিগুড়ি মহকুমা পরিষদের এস ডি ও, সহ অন্যান্যরা। এদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপন সেনগুপ্ত জানান, পুজোর স্থান থেকে কিছুটা দূরত্বেই রয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতাল সুতরাং পুজোর ঢাকের আওয়াজ সেখানে ভর্তি থাকা রোগীদের কানেও পৌঁছে যাবে তবে মনে ইচ্ছা থাকলেও তারা এই পুজোয় উপস্থিত হতে পারবে না, তবে আমরা তাদের কাছে পৌঁছে যেতে পারি তাই পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে নির্ণয় করা হয়েছে এই জগদ্ধাত্রী পুজোর প্রসাদ তারা হাসপাতালে ভর্তি থাকা রোগীদের হাতেও তুলে দেবেন।