‘ও তো নিজেই পারে না…’ কেন এই মন্তব্য অর্জুন কাপুরকে নিয়ে ?  

অ্যাক্টিং স্কুল  খুলেছে অভিনেতা অর্জুন কাপুর মুম্বইয়ে ।  প্রযোজক বনি কাপুরের পুত্র। ‘ইশকজ়াদে’ ছবিতে ডেবিউ করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার বোন পরিণীতি চোপড়ার সঙ্গে। ‘কি অ্যান্ড কা’, ‘গুন্ড’-এর মতো ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। তবে অর্জুন এখনও পর্যন্ত সাড়া ফেলার মতো কোনও ছবিই উপহার দিতে পারেননি । সঠিক সময়ের অপেক্ষায় আছেন তিনি। এই অ্যাক্টিং স্কুল খুলা নিয়ে হাসির পাত্র হয়ে উঠলেন নেটপাড়ায় অর্জুন কাপুর।

অনেকেই অনেক রকম অর্জুনকে কটাক্ষ করে বলেছেন, “নিজেই অ্যাক্টিং করতে পারে না, লোককে কীভাবে অভিনয় শেখাবেন!” কেউ আবার বলেছেন, “হে ভগবান, আমাকে তুলে নিন। এই দিনও দেখতে হবে।”

তবে অর্জুন এই সমস্ত কটাক্ষকে তোয়াক্কাই করেননি । তিনি মন দিয়ে নিজের কাজ করে চলেছেন । অর্জুন কিন্তু আরও একটি বিষয়ের কারণে চর্চায় আছেন খুব। সেটা হল, তিনি অভিনেত্রী মালাইকা আরোরার প্রেমিক। সেই মালাইকা, যাঁকে একসময় বিয়ে করেছিলেন সলমন খানের ভাই আরবাজ় খান। আরবাজ়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর জানা যায় মালাইকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অর্জুন। নিজের চেয়ে বয়সে অনেকটাই বড় মালাইকাকে নিয়ে কিন্তু দারুণ খুশি এই তারকা-সন্তান। কাপুর পরিবারও মেনে নিয়েছে  এই সম্পর্কটা।