বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে বৈচিত্র্য আনতে এইচডিএফসি সম্প্রতি মাল্টি ক্যাপ ফান্ড চালু করার কথা ঘোষণা করেছে। এই ফান্ডটি তিনটি সেগমেন্টে বিভক্ত-লার্জ ক্যাপ, মিডক্যাপ এবং স্মলক্যাপ। এই ফান্ডের লক্ষ্য হল নিয়ন্ত্রিত এক্সপোজারের মাধ্যমে দীর্ঘমেয়াদী মূলধনের মূল্যায়ন করা। স্কিমটি চলতি বছরের ২৩ নভেম্বর খুলবে এবং ৭ ডিসেম্বর বন্ধ হবে৷
বর্তমান বিনিয়োগ কৌশল অনুসারে এই স্কিমটি মোট সম্পদের ৬০% – ৭৫% লার্জ ও মিড ক্যাপে এবং ২৫% – ৪০% স্মল ক্যাপে বিনিয়োগ করবে৷ তবে, লার্জ, মিড এবং স্মল ক্যাপগুলিতে বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া বেশিরভাগ বিনিয়োগকারীদের পক্ষে সহজ নয়। কিন্তু যে সব বিনিয়োগকারী মার্কেট ক্যাপ বিভাগে তাদের পোর্টফোলিওকে বৈচিত্র্যময় করে তুলতে চায় তাদের জন্য এইচডিএফসি-র এই মাল্টি ক্যাপ ফান্ডটি একটি ওয়ান স্টপ সলিউশন প্রদান করতে পারে। এইচডিএফসি মাল্টি ক্যাপ ফান্ডের ম্যানেজার গোপাল আগরওয়াল বলেন, আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন বাজার ক্যাপ সেগমেন্ট বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে কাজ করে। এই একটি ফান্ডের মাধ্যমে বিনিয়োগকারীরা একটি সুশৃঙ্খল পদ্ধতিতে সামঞ্জস্যপূর্ণ রিটার্ন অর্জন করতে পারবেন।