HDFC Life-NSDC পার্টনারশিপ

স্ব-কর্মসংস্থানকে সমর্থন করতে এবং উদ্যোক্তাদের সুযোগ বাড়াতে HDFC Life এর সাথে পার্টনারশিপ করল NSDC/ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন। স্কিল ইন্ডিয়া মিশনের অন্তর্গত দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক তথা MSDE-এর অধীনে কাজ করা HDFC Life এর সাথে এই পার্টনারশিপে প্রবেশ করলেনে  বীমাকারীরা।

এই পার্টনারশিপের মাধ্যমে NSDCপ্রশিক্ষিত জীবনবীমা উপদেষ্টাদের অন্তর্ভুক্ত করার জন্য HDFC Lifeকে সহায়তা করবে।  এছাড়াও এই পার্টনারশিপ বীমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (IRDAI) দ্বারা পরিচালিত IC38 পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রশিক্ষণ প্রদানসহ দক্ষতা বৃদ্ধি করবে । উল্লেখ্য, এই দক্ষতা প্রদানের মাধ্যমে দেশের যুব সম্প্রদায়ের জন্য স্ব-কর্মসংস্থানের সম্ভাবনাগুলি খুঁজে বের করা সহজতর হবে। 

এনএসডিসি-র সিইও বেদ মণি তিওয়ারি বলেন, HDFC Life-এর সাথে এই পার্টনারশিপ যুবা প্রতিভার অনেষ্বণ ও  প্রয়োজন অনুসারে বীমা খাতে তাদের উন্নীত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।