‘ওয়েলথ ক্রিয়েটর হতে চায় এইচডিএফসি এএমসি’

শেয়ারহোল্ডারদের সম্মুখে বক্তব্য পেশ করতে গিয়ে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির এমডি ও সিইও মি. নবনীত মুনোত জানালেন, বৃদ্ধির যাত্রাপথে এগিয়ে চলেছে ভারত এবং তাদের ফান্ড হাউস প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছে ‘ওয়েলথ ক্রিয়েটর’ হতে চায়। তাদের লক্ষ্য – বিশ্বের সর্বাধিক সম্মানজনক অ্যাসেট ম্যানেজার হয়ে ওঠা। মি. মুনোতের মতে বিগত দশকে উত্তম বৃদ্ধি সত্ত্বেও দেশে মিউচুয়াল ফান্ডের ‘পেনিট্রেশন’ খুবই কম রয়ে গেছে। তবে মার্কেটে প্রবল আস্থা পরিলক্ষিত হচ্ছে, যা আগামীতে ভালো ফলের ইঙ্গিতবাহী।

মি. মুনোত জানালেন, ২০-২১ অর্থবর্ষে তারা লঞ্চ্‌ করেছেন এইচডিএফসি ডিভিডেন্ড ইল্ড ফান্ড ও এইচডিএফসি ব্যাংকিং ইটিএফ। ইকুইটি মার্কেট প্রায় ‘রেকর্ড হাই’ হওয়ায় এবং ‘ইন্টারেস্ট রেট’ স্পেকট্রামের একেবারে তলানিতে থাকায় বিনিয়োগকারীরা তাদের পোর্টফোলিয়ো রিটার্নসের জন্য সঠিক ব্যালান্সের সন্ধানে রয়েছেন। এক্ষেত্রে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির হাইব্রিড ফান্ডস ও অ্যাসেট অ্যালোকেশন-ওরিয়েন্টেড প্রোডাক্টস বিনিয়োগকারীদের তাদের অ্যাসেট অ্যালোকেশন, পোর্টফোলিয়ো রিটার্নস অপ্টিমাইজ করা ও ‘মার্কেট জাইরেশনস’ থেকে বেরিয়ে আসার সুযোগ করে দিচ্ছে। মি. মুনোত বলেন, তাদের গ্রাহকরা তাদের ওপরে নিজেদের সঞ্চয় রক্ষার দায়িত্ত্ব দিয়েছেন, যার পেছনে রয়েছে তাদের দৃঢ় বিশ্বাস যে এইচডিএফসি এএমসি তাদের আর্থিক লক্ষ্য অর্জনে সাহায্য করবে।