সরকারি নির্দেশকে সঠিক কার্যকর করতে উদ্যোগী রাজ্য। সেই কারণেই প্রশাসনিক বৈঠকের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই বৈঠকের শুরুতেই কড়া বার্তা মমতার। হামেশাই জমি দখলের অভিযোগ উঠে আসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে।
সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, যাতে জমি দখল করে যাতে কেউ পার না পেয়ে যায়, সেই বিষয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। জমি জবরদখলের ক্ষেত্রে রাজ্য পুলিশ কড়া হাতে ব্যবস্থা হবে বলে নির্দেশ মুখ্যমন্ত্রীর।
শুধু তাই নয়, জমি জবরদখলের ক্ষেত্রে কোনও অফিসারের নাম জড়ালে, তাদের পেনশনেও প্রভাব পড়বে বলে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গেই ডেডলাইন দিয়ে মমতা বলেন,’ ৬ মাস সময় দিলাম। আমরা পেনাল্টি ইমপোজ করে আইনি ব্যবস্থা করতে পারি।”