ফের মুম্বই ইন্ডিয়ানসে ফিরতে চলেছেন হার্দিক

২০২২ সালে হার্দিক পাণ্ড-এর অধিনায়কত্বে প্রথমবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটানস। তবে এবার শোনা যাচ্ছে হার্দিক পাণ্ড্যকে তার পুরনো দলে ফেরাতে চাইছেন মুম্বই ইন্ডিয়ানস। আগামী ১৯-শে ডিসেম্বর দুবাইয়ে আইপিএলের নিলাম। তার আগেই ভারতীয় অলরাউন্ডারের দলবদলের সম্ভাবনা।

প্রসঙ্গত, মুম্বই ইন্ডিয়ানসের হয়ে সাত মরসুম খেলেছিলেন হার্দিক। কিন্তু ২০২২ সালে তাঁকে ছেড়ে দেয় রোহিতের দল। কিন্তু এবার শোনা যাচ্ছে সেই হার্দিককেই দলে ফেরাতে ১৫ কোটি টাকা দিতেও তৈরি মুম্বই ইন্ডিয়ানস।যদি হার্দিক দলে ফিরে আসেন, তাহলে এটাই হবে দলবদলে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় চমক। যদিও তা নিয়ে এখনও সরকারি ভাবে কোনও ঘোষণা করেননি রোহিত শর্মার দল।

শোনা গিয়েছে, আইপিএল গভর্নিং কাউন্সিল আগামী মাসের নিলামে সব কটি ফ্র্যাঞ্চাইজ়িকে পাঁচ কোটি টাকা খরচ করার অনুমতি দিয়েছেন। যার ফলে হার্দিককে মুম্বাই ইন্ডিয়ানসে ফেরাতে অর্থের দিক থেকে কোন রকমের কোন সমস্যা হবে না দলের।