হরভজন সিংহ প্রাক্তন পাকিস্তানের ক্রিকেটারের উদ্দেশে দিলেন ‘পরামর্শ’ 

সম্প্রতি পাকিস্তানের প্রধান নির্বাচকের পদ থেকে ইস্তফা দিয়েছেন ইনজামাম উল হক। স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে বেশ কিছু দিন আগেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিলো ইনজামামের একটি ভিডিয়ো। সেখানে তাঁকে বলতে শোনা যায় যে, অতীতে হরভজন সিংহ নাকি মুসলিম ধর্ম গ্রহণ করতে চেয়েছিলেন এবং পাকিস্তানের দলের সদস্যদের সঙ্গেও নামাজ পরতেও দেখা গিয়েছিলো তাঁকে এমনটাই ভিডিওতে জানান পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার।

তবে সেই ভিডিয়োর উত্তর দিয়েছেন হরভজন নিজেই।তিনি জানিয়েছেন, “কোন ধরনের নেশা করে ইনজামাম এ কথা বলেছে ? হরভজন বলেন আমার পরিচয় যা তার জন্যে আমি গর্বিত।তিনি আরও বলেন যে ইনজামামকে উচিত একজন ভাল মাথার ডাক্তার দেখানো।

আমার মনে হয় ওর মনের অবস্থা ঠিক নেই। ভুলভাল কথাবার্তা বলছেন উনি। তাই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেন হরভজন সিংহ। তবুও সকলের সামনে এসে সংবাদ মাধ্যমে এমন নাটক করার কোনও দরকার নেই ওর।