জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের হীরক জয়ন্তী উৎসব উপলক্ষে কলেজে একগুচ্ছ কর্মসূচি পালন করা হয়েছে। কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষেই এই উদ্যোগ। ১৯৬১ সালের ৭ই আগস্ট পথ চলা শুরু কলেজের। কলেজে সায়েন্স মিউজিয়ামের উদ্বোধন হলো। রাজ্য তথ্য ও প্রযুক্তি দপ্তরের সঙ্গে সাইবার সিকিউরিটি দপ্তরের মউ স্বাক্ষর হয়েছিল এর আগেই।
কলেজে সাইবার সিকিউরিটি সেলের উদ্বোধন করেন তথ্য ও প্রযুক্তি দপ্তরের যুগ্ম সচিব সঞ্জয় কুমার দাস। কলেজের এই সেল এখন থেকে সাইবার ক্রাইম রোধে কাজ করতে পারবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে কলেজের সায়েন্স মিউজিয়াম পরিদর্শন করেও সন্তোষ প্রকাশ করেছেন তিনি।
এই মিউজিয়াম স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরও যথেষ্ট কাজে লাগবে বলে জানিয়েছেন তিনি। কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় সহ অন্যান্য শিক্ষানুরাগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।