শেষ হচ্ছে সুখের দিন! অফিসের কাজের সময় বেড়ে হতে চলেছে ১২ ঘন্টা

অবশেষে সুখের দিন শেষ হতে চলেছে। ১লা জুলাই থেকে থেকে অফিসের কাজের সময় বেড়ে ১২ ঘন্টা হতে চলেছে। এনিয়ে ইতিমধ্য তোড়জোর শুরু করে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। তবে খুব দ্রুত করলেও ফোর লেবার কোডগুলি পুরোপুরি শুরু হতে নুন্যতম তিন মাস সময় লাগবে। কারণ, এখনও অবধি দেশের সব রাজ্য নিয়মগুলি তৈরি করে উঠতে না পারলেও, মোট ২৩ টি রাজ্য ইতিমধ্যে লেবার কোডের নিয়ম তৈরি করেছে। বাকি ৭ রাজ্যের কারনে আরও তিন মাস সময় লাগতে পারে বলে খবর।

মূলত, ২৯টি শ্রম আইন নিয়ে ৪টি শ্রম কোড তৈরি করেছে কেন্দ্র – যেমন মজুরি, সামাজিক নিরাপত্তা, ইন্ড্রাসট্রিয়াল রিলেশন , পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য। কারন, এই চারটি লেবার কোড সংসদে পাশ হয়েছে। তবে নয়া খসরা নিয়ম অনুযায়ী, মূল বেতনের মোট ৫০ শতাংশ বা তার বেশি হতে হবে বেসিক বেতন। মূল বেতন বৃদ্ধি, পিএফ এবং গ্যাচুইটির অর্থ আগের থেকে বেশি কাটা হবে। এটি কর্মচারির স্যালারি স্ট্রাকচার অর্থাৎ বেতনের কাঠামোকে বদলে দেবে বলে জানানো হয়েছে। তবে কাজের সময় ১২ ঘন্টা বেড়ে যাওয়ার ফলে আরও একদিন ছুটিও পাওয়া যাবে। অর্থাৎ কর্মচারীরা ৩ দিন ছুটি পেতে পারবে বলে খবর। পাশাপাশি গ্র্যাচুইটি এবং পিএফ বৃদ্ধির সঙ্গে সঙ্গে অবসরগ্রহণের পরে প্রাপ্ত অর্থের পরিমাণও বাড়বে। এতে অবসরগ্রহণের পর কর্মীদের আরও সহজ জীবনযাপন করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।