কলকাতা ও দুর্গাপুরে ‘হ্যাপিনেস ট্রাক ৩.০’ ক্যাম্পেন

ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রির সঙ্গে সংশ্লিষ্ট সকলের কাছে পৌঁছে যাওয়ার উদ্দেশ্যে ‘হ্যাপিনেস ট্রাক ৩.০’ ক্যাম্পেন এবার পশ্চিমবঙ্গের ফ্লিট অপারেটর, ট্রাক ড্রাইভার, ট্রাকার ও মেকানিকদের কাছে আনন্দের বার্তা নিয়ে উপস্থিত হয়েছে। উত্তরপ্রদেশ ও ঝাড়খন্ডের বিভিন্ন এলাকায় নানা অনুষ্ঠান সম্পন্ন করার পর পশ্চিমবঙ্গেও এই আকর্ষক ‘রেড ট্রাক’ এসেছে দুর্গাপুর ও কলকাতায়।

কমার্সিয়াল ভেহিকেল ও রোড ট্রান্সপোর্ট সেক্টরের অগ্রণী ম্যাগাজিন ‘মোটরইন্ডিয়া’র উদ্যোগে পরিচালিত হ্যাপিনেস ট্রাক ক্যাম্পেনের থার্ড এডিশনের টাইটেল পার্টনার ভালভোলিন, ট্রাকিং পার্টনার ভারতবেঞ্জ, নেভিগেশন পার্টনার কেটি টেলিম্যাটিক সলিউশন্স এবং লাইটিং পার্টনার ডিএইচ লাইটিং-এক্সেলাইট। নতুন দিল্লির সঞ্জয় গান্ধী নগর থেকে যাত্রা শুরু করে ‘হ্যাপিনেস ট্রাক ৩.০’ ক্যাম্পেন গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল হাইওয়ে বরাবর বেশকিছু ব্যস্ত পণ্য-পরিবহন রুট ধরে চলতে থাকবে।

ফ্লিট অপারেটর, ট্রাক ড্রাইভার, মেকানিক ও গ্যারাজ মালিকদের সঙ্গে নিরাপত্তা বৃদ্ধি, ফুয়েল মাইলেজ বৃদ্ধি, ট্রাকের সঠিক যন্ত্রাংশ ও প্রোডাক্ট বিষয়ে বার্তা বিনিময়ের জন্য ক্যাম্পেনের যাত্রাপথে ট্রাকটি গুরুত্ত্বপূর্ণ ট্রান্সপোর্ট হাবগুলিতে থামবে। দুর্গাপুর ও কলকাতাতেও এইরকম বার্তা বিনিময় সম্পন্ন হয়েছে।