বাধ্যতামূলক করা হলো হলমার্ক

বদলানো হলো বেশ কিছু নিয়ম, যা কার্যকরী হবে আগামী মাস থেকে। চলতি বছর এপ্রিল মাস থেকেই আর ছয় ডিজিটের বিশেষ হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর ছাড়া সোনার গহনা বিক্রি করা যাবে না। সাফ জানিয়েছে কেন্দ্রীয় সরকার৷ সেই সঙ্গে পাইকারি সোনা বা বুলিয়ান গোল্ডের ক্ষেত্রেও হলমার্কিং বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

১ জুলাই থেকে এই নিয়ম লাগু করা হবে। এর ফলে পাইকারি বাজার থেকে স্বর্ণকাররা যে সোনা কিনবেন, তার বিশুদ্ধতা সম্পর্কেও তাঁরা নিশ্চিত থাকতে পারবেন। প্রসঙ্গত, সোনার গয়নায় হলমার্ক বছর খানেক আগেই বাধ্যতামূলক করা হয়েছিল৷ সেই সময় ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস-এর তরফে জানানো হয়, নতুন গয়না তৈরি করার সময় ছয় সংখ্যার যে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর চালু হয়েছে, তা দিতে হবে।

কিন্তু এবার বিআইএস জানাচ্ছে, পুরনো হলমার্কযুক্ত গয়না, যেগুলির গায়ে ছয়টি সংখ্যা নেই, ১ এপ্রিল থেকে সেগুলি আর বিক্রি করা যাবে না। প্রতিটি গয়নার উপর ছয় সংখ্যার নম্বর বসানো বাধ্যতামূলক৷ তবে পুরনো হলমার্কযুক্ত গয়নাগুলি বিক্রির জন্য স্বর্ণকারদের দু’বছর সময় দেওয়া হয়েছে। এর পর আর সেগুলি তাঁরা বিক্রি করতে পারবেন না৷ বিক্রি করতে হলে পুরনো গয়নার উপরে নতুন করে ছয় সংখ্যার হলমার্কিং করতে হবে।সোনার বিশুদ্ধতাপ সঙ্গে কোনও আপ, না করে সোনার তাল, বিস্কুট ও মুদ্রাতেও ধাপে ধাপে হলমার্কিং বাধ্যতামূলক করতে চইছে বিআইএস।