গরমের শুরুতেই ঝড়ের পূর্বাভাষ৷ টানা বিগত বেশ কিছুদিন থেকে বৃষ্টির জেরে সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে৷ ভিজছে উত্তরও৷ এরই মাঝে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে ফের হতে পারে ঝড়-বৃষ্টি। জানান হয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী দু’দিনে শিলাবৃষ্টি হতে পারে। তার সঙ্গে ঝড়ো হাওয়া তো থাকছেই। হাওয়া মহলের খবর অনুযায়ী, কলকাতা ছাড়াও যে সব জায়গায় বৃষ্টি হওয়ার কথা সেখানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
এছাড়া পশ্চিমের জেলাগুলিতেও আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া জেলায়। পাশাপাশি এইসব জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়াতে কমলা সতর্কতা জারি। এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আগামী শনি এবং রবিবারও বৃষ্টির সম্ভাবনা ভালো মতোই আছে বঙ্গে। মোটামুটি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। তবে শনিবারের জন্য একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। রবিবার বৃষ্টি হলেও তার প্রভাব কিছুটা কমবে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে। কিন্তু হাঁসফাঁস গরমের অনুভূতি যে কতটা কমবে তা এখনই হলফ করে বলা যাচ্ছে না।