সুপারকুলিং Kinouchi AC সিরিজ লঞ্চ করল Haier

শীর্ষ স্থানীয় হোম অ্যাপ্লায়েন্সেস এবং কনজিউমার ইলেকট্রনিক্স ব্রান্ড Haier ভারতে লঞ্চ করল 5 স্টার হেভি-ডিউটি প্রো এয়ার কন্ডিশনার Kinouchi AC। Haier-এর এই Kinouchi AC সিরিজটি সুপারকুলিং ও ইন্টেলি স্মার্ট প্রযুক্তিতে সমৃদ্ধ। যা গ্রাহকরা Haier স্মার্ট অ্যাপের মাধ্যমে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবে। ভারতে Haier-এর এই Kinouchi AC সিরিজের দাম শুরু হয়েছে ৪৭,৯৯০ টাকা  থেকে। হায়ারের ইকমার্স স্টোর, ফ্লিপকার্ট এবং অ্যামাজন ছাড়াও  অন্যান্য রিটেল আউটলেট গুলিতেও পাওয়া যাবে  Kinouchi AC৷

ভারতীয় গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত বৈশিষ্ট্য এই নতুন Kinouchi AC তে যোগ করা হয়েছে। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল-  ১০ সেকেন্ডের মধ্যে সুপার কুলিং ক্ষমতা। যা ঘরকে ২০ গুণ দ্রুত ঠান্ডা করে। স্মার্ট কনভার্টেবল বৈশিষ্ট্য। যা এসির টন ধারণ ক্ষমতা ১.৬ টন থেকে ০.৮ টন কমিয়ে দেয়। ফলে ইলেকট্রিক খরচও অনেকটা কমে যায়। 

হায়ার অ্যাপ্লায়েন্স ইন্ডিয়ার প্রেসিডেন্ট সতীশ এনএস বলেন, ভারতে গ্রীষ্ম ঋতুর কথা মাথায় রেখে সুপার কুলিং বৈশিষ্ট্য সহ Kinouchi AC লঞ্চ করতে পেরে আমরা গর্বিত।