ভারতের প্রাক্তণ ক্রিকেট ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি যুক্ত হলেন জিএসকে’র সিক্স-ইন-ওয়ান ভ্যাক্সিনেশনের সচেতনতামূলক প্রচারের সঙ্গে। ক্যাম্পেনের অঙ্গ হিসেবে এমএসধোনি নতুন একটি ভিডিয়োতে অংশ নেবেন, যাতে ক্রিকেটের ছক্কার সঙ্গে সিক্স-ইন-ওয়ান ভ্যাক্সিনেশনের তুলনা টানা হয়েছে। শিশুদের জন্য আনা এই কম্বিনেশন ভ্যাক্সিন তাদের ছয়টি রোগের হাত থেকে রক্ষা করবে, মাত্র একটি ইঞ্জেকশনের মাধ্যমে। এই ক্যাম্পেনের ট্যাগলাইন – ‘লেস ইঞ্জেকশনস, লেস পেইন’।
এই ভ্যাক্সিন বিষয়ে এমএস ধোনি বলেন, তিনি জিএসকে’র সিক্স-ইন-ওয়ান ভ্যাক্সিনেশনের সচেতনতামূলক প্রচারে আগ্রহী ছিলেন বলেই এতে যোগ দিয়েছেন। কম্বিনেশন ভ্যাক্সিনেশনের অর্থ – স্বল্পসংখ্যক ইঞ্জেকশনের দ্বারা একইরকম সুরক্ষা। গ্লাক্সোস্মিথক্লাইন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট (মেডিক্যাল অ্যাফেয়ার্স) ড. রশ্মি হেগড়ে জানান, সিক্স-ইন-ওয়ান বা হেক্সাভ্যালেন্ট ভ্যাক্সিন শিশুদের ছয়টি মারাত্মক রোগ থেকে রক্ষা করবে। এই ভ্যাক্সিন ভারত ও বিশ্বের অন্যান্য দেশে হাজার হাজার শিশুকে সুরক্ষা জোগাতে সাহায্য করেছে।
জিএসকে’র ভিডিয়ো ক্যাম্পেনটি প্রচারিত হবে বিভিন্ন টিভি, ইউটিউব ডিজিটাল ভিডিয়ো, ওয়েবসাইট ও শিশুরোগ বিশেষজ্ঞদের ক্লিনিকে।