দীর্ঘ সময় পরে সংক্রমণের সংখ্যায় বড় স্বস্তি

চার দিন পর দ্বিতীয়বার দেশের দৈনিক সংক্রমণ ফের ৫০ হাজারের নীচে নামল। সাময়িক স্বস্তি দিচ্ছে দেশের দৈনিক পরিসংখ্যান। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ৪৮,৬৯৮। লকডাউন ও কড়া বিধিনিষেধের জেরে ধীরে ধীরে মিলছে সুফল। এর আগে গত ২১ জুন করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৪৩,৬৪০। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১ লক্ষ ৮৩ হাজার ১৪৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৩ জনের। অতিমারি পর্বে দেশে মোট প্রাণ হারালেন ৩ লক্ষ ৯৪ হাজার ৪৯৩ জন। নিম্নমুখী অ্যাকটিভ কেসও। গতকাল অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা কমেছে ১৭,৩০৩। গত ২৪ ঘণ্টায় ৬৪,৮১৮ আক্রান্ত সুস্থ হয়ে উঠেছে। টিকাকরণে গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি। এখনও পর্যন্ত ভারতে টিকা পেয়েছেন সাড়ে ৩১ কোটির বেশি মানুষ।