দেশের করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় বড়ো স্বস্তি

ধীরে ধীরে করোনা সংক্রমণ মুক্ত হতে চলছে দেশ। করোনাভাইরাস নতুন প্রজাতির আতঙ্ক রয়েছে কিন্তু তার মধ্যেই দেশের দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমল অনেকটাই। আজ দৈনিক আক্রান্তের সংখ্যা সাত হাজারের নিচে নেমে গিয়েছে। দৈনিক মৃত্যুও কমেছে ২০০-র নীচে। সব মিলিয়ে বড় রকমের শান্তি পেয়েছে দেশবাসী। যদিও এখনই আগের মতো হাল ছেড়ে দেওয়ার কোন ব্যাপার হয়নি বলে বারবার সতর্ক করছেন বিজ্ঞানী এবং গবেষকরা।

আজকের ভারতের করোনাভাইরাস তথ্য বলছে, একদিনে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৯০ জন এবং একই সময়ে মৃত্যু হয়েছে ১৯০ জনের। সব মিলিয়ে ভারতের মোট ভাইরাস আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৮৭ হাজার ৮২২ জন এবং মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৮ হাজার ৯৮০ জনের। যদিও গবেষকদের একাংশের মতে মৃত্যুর তথ্য একেবারেই ঠিক নয় কারণ এর থেকেও বেশি মৃত্যু হয়েছে ভারতে যা সরকারি পরিসংখ্যানে আসেনি। এদিকে টিকাকরণের আরো বেশি জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার কারণ নতুন প্রজাতির ভয় রয়েছে। আপাতত দেশে ১২৩ কোটি ২৫ লক্ষ ০২ হাজার ৭৬৭ ডোজ টিকা দেওয়া হয়েছে এবং শেষ একদিনে দেওয়া হয়েছে ৭৮ লক্ষ ৮০ হাজার ৫৪৫ ডোজ। দেশের এই মুহূর্তে সংক্রমণের হার ৫.৩৯ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় সেই হার ০.৬৯ শতাংশ। 

ওমিক্রন আতঙ্ক থাকলেও বিশেষজ্ঞদের একাংশ মনে করছে যে এই প্রজাতির সংক্রমণ ছড়িয়ে পড়লে তা আখেরে ভালো হতে পারে কারণ এটি ডেল্টা ভাইরাসকে সরিয়ে প্রাথমিক সংক্রামক ভাইরাস হয়ে উঠবে। এটি বেশি সংক্রামক হলেও বিপদ অনেক কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা তাই তাদের মতে এই ভাইরাস বেশি ছড়ালে তা ‘শাপে বর’ হবে। যদিও এখনো পর্যন্ত এই প্রজাতিকে নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা চলছে তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই সতর্কবার্তা দিয়ে দিয়েছে ভারত সহ অন্যান্য দেশগুলিকে।