দুর্দান্ত প্রকল্প সরকারের তরফে

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে এবার সাধারণ মানুষের সুরাহার কথা ভেবে দুর্দান্ত প্রকল্প নিয়ে এল রাজ্য। ৮০০-৮৫০ টাকা নয়, এবার মাত্র ৫০০ টাকায় পাওয়া যাবে এলপিজি সিলিন্ডার।

এই স্কিম শুরু করেছে বিজেপি শাসিত হরিয়ানায়। এই প্রকল্পের নাম হল হর ঘর হর গৃহিণী যোজনা। জানা যাচ্ছে, সংশ্লিষ্ট রাজ্যের প্রায় ৫২ লক্ষ মহিলা স্বল্প মূল্যে গ্যাস পাওয়ার যোগ্য। সরকারি এই প্রকল্পে সস্তায় গ্যাস পাওয়ার জন্য শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন এবং তাঁকে হরিয়ানার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় ১.৮ লক্ষ টাকা কিংবা তার কম হতে হবে। পরিবারের প্রত্যেকের সচিত্র পরিচয়পত্র, আবেদনকারী মহিলার আধার কার্ড, রেশন কার্ড, গ্যাসের বইয়ের জেরক্স, ব্যাঙ্কের বইয়ের জেরক্স এবং একটি চালু মোবাইল নম্বর থাকতে হবে। এছাড়া যিনি আবেদন করছেন তাঁর বাড়িতে বৈধ গ্যাস কানেকশন থাকতে হবে।