নিয়ন্ত্রণে দেশের দৈনিক সংক্রমনের গ্রাফ

বেশ অনেকটা নিয়ন্ত্রণে আনা গেছে দেশের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। দেশের দৈনিক সংক্রমণ এবং সংক্রমণের হার আগের তুলনায় কমলেও এখনও প্রায় লাগামছাড়া দৈনিক মৃত্যু। আজও ১ হাজার ২০০ ছাড়িয়েছে এই সংখ্যা যা অবশ্যই দুশ্চিন্তার! তবে দৈনিক সংক্রমণের হার আজ কিছুটা কমেছে তুলনায়। গতকালের পর আজ দৈনিক আক্রান্তের ফের সংখ্যা ৭০ হাজারের নীচে। সব মিলিয়ে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি একটু একটু করে হয়তো ভাল জায়গায় ফিরছে কিন্তু কাঁটা সেই মৃত্যুই। ওমিক্রন প্রজাতি নিয়েও একটা চাপা আতঙ্ক রয়ে গিয়েছে, কারণ তার সাব ভ্যারিয়েন্ট অনেক দেশে ছেয়ে গিয়েছে ইতিমধ্যেই। আবার চলতি টিকাও তা ঠেকাতে পারবে না বলেই অনুমান।

শেষ পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ০৮৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশের করোনা সংক্রমণের হার কমে হয়েছে ৪.৪৪ শতাংশ। এই একই সময় মৃত্যু হয়েছে ১ হাজার ২৪১ জনের! পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৭৮ হাজার ০৬০ জন কোভিড আক্রান্ত হয়েছেন। মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ০৬ হাজার ৫২০ জনের। কেবলমাত্র কেরলে মৃত্যু হয়েছে ৮৫৪ জনের। এদিকে এখনও পর্যন্ত দেশের মোট টিকাকরণ হয়েছে ১৭১ কোটি ২৮ লক্ষ ১৯ হাজার ৯৪৭ ডোজ, গত ২৪ ঘণ্টায় হয়েছে ৪৬ লক্ষ ৪৪ হাজার ৩৮২ ডোজ। পাশাপাশি দেশের সুস্থতার হার এখনও রয়েছে ৯৫ শতাংশের ওপরেই।

এদিকে, এরই মধ্যে আরও এক বার উদ্বেগের খবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ আশঙ্কা প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অতিমারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান জানিয়েছেন, আগামী দিনে কোভিডের যে পরিবর্তিত রূপ আসতে চলেছে, সেটি ওমিক্রনের চেয়েও অনেক বেশি ক্ষতিকর ও সংক্রামক হতে পারে। তাঁর কথায়, কোভিডের নয়া রূপ নিশ্চিত ভাবেই চিন্তার কারণ হবে কারণ এটা অনেক বেশি সংক্রামক হতে চলেছে। যা বর্তমান সবকটি রূপকে ছাপিয়ে যেতে পারে।