ব্রিটেনের আকাশে কালো মেঘের ঘনঘটা৷ সমাপ্তি হয়েছে প্রায় এক যুগের। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। চলতি সপ্তাহের বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল দূর্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রানি দ্বিতীয় এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর।
বিভিন্ন দেশের মতোই ভারত এই ঘটনায় শোক প্রকাশ করেছে। সরকারের তরফে জানান হয়েছে যে, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে একদিনের জাতীয় শোক পালিত হবে দেশে। স্বরাষ্ট্রমন্ত্রক এই মর্মে এক বিবৃতি প্রকাশ করেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানান হয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি সম্মান জানিয়ে আগামী ১১ সেপ্টেম্বর এক দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সে দিন দেশের সমস্ত সরকারি দফতর ও অন্যান্য জায়গায় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
কোনও রকম সরকারি কাজ সেই দিন হবে না। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আগেই শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন ব্রিটেনের রানী। দীর্ঘ ৭০ বছর ব্রিটেনের সিংহাসনে বসেছিলেন তিনি।