দুর্নীতি নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে সরকার

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আদালতের নির্দেশের পরেও কেন মুখ্যসচিব বিপি গোপালিকা বিচারপ্রক্রিয়া শুরু করার বিষয়ে সিদ্ধান্ত জানাননি, তা নিয়ে বিচারপতি জয়মাল্য বাগচীর রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন।

গত শুনানিতে অভিযুক্তদের এক আইনজীবী বলেন, শান্তিপ্রসাদসহ বেশ কয়েকজনের নিয়োগকর্তা রাজ্যপাল। ফলে তাঁদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দেওয়ার এক্তিয়ারই নেই মুখ্যসচিবের। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, কেমন তদন্তকারী সংস্থা আপনারা।

গত দু বছর ধরে মুখ্যসচিব অনুমতি দিচ্ছেন না বলার পরে এখন কেন উল্লেখ করা হচ্ছে যে তাঁর অনুমতি দেওয়ার এক্তিয়ারই নেই? আগামী ১১ জুন মামালার পরবর্তী শুনানিতে মুখ্যসচিবকে আদালতে তাঁর জবাব জানাতে হবে।