১০ই মার্চ হতে চলা ধর্মঘটের সমর্থনে জেলাশাসকের কার্যালয়ে বিক্ষোভ সরকারি কর্মচারীদের

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ্য ভাতা সহ তিন দফা দাবিতে ক্রমশ‌ই জোরালো হচ্ছে আন্দোলন। এই দাবিগুলো নিয়ে ইতিমধ্যে‌ই ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের যৌথ সংগ্রাম মঞ্চ।১০ই মার্চ হতে চলা ধর্মঘটের সমর্থনে সোমবার জলপাইগুড়ি জেলাশাসকের কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করলেন সরকারি কর্মীরা। রাজ্য কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে এদিন জেলাশাসকের কাছে ধর্মঘটের নোটিশের অনুলিপি প্রদান করা হয়। পাশাপাশি অফিস চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সরকারি কর্মচারীরা। রাজ্য কো-অর্ডিনেশন কমিটির জলপাইগুড়ি জেলা সম্পাদক মনোজিৎ দাস বলেন, বকেয়া মহার্ঘ্য ভাতা সহ শূন্যে পদে নিয়োগ সংক্রান্ত দাবিতে রাজ‍্যের মোট ৮৬টি সংগঠনের ডাকে আগামী ১০ই মার্চ রাজ্য জুড়ে সরকারি অফিস সহ স্কুল, কলেজে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বিষয়টি লিখিত আকারে জেলাশাসককে অবগত করা হলো।