ফের চালু হচ্ছে ‘দুয়ারে সরকার’, দিন ঘোষনা করলেন মমতা

একুশে তৃতীয়বার ক্ষমতায় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একবছর পূর্তি হচ্ছে ৫ মে। সেদিন থেকেই এবারের দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলবে একমাস—৫ জুন পর্যন্ত। রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা একেবারে মানুষের দুয়ারে পৌঁছে দিতে এই পরিষেবা চালু করেন মমতা।

এদিনের বৈঠকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান,“ আমরা বিধানসভা ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা সম্পূর্ণ করছি। লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বৃদ্ধি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, দুয়ারে রেশন অথবা দুয়ারে সরকারের মতো প্রকল্পের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হয়েছে। দুয়ারের সরকারের মাধ্যমে এখন মানুষের আবেদন জমা পড়েছে।

উল্লেখ্য, মমতা সরকারের তরফে দুয়ারে সরকার বিষয়ে যে তথ্য ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যান্য প্রকল্পের পাশাপাশি দুয়ার সরকারও বিপুল সাড়া ফেলে দেওয়া একটি প্রকল্প। এখন পর্যন্ত রাজ্যজুড়ে ১.৩৭ লক্ষ ক্যাম্প হয়েছে দুয়ারে সরকারের। ৬ কোটি ৪৪ লক্ষ মানুষও দুয়ারে সরকারের ক্যাম্প এ এসেছেন। তার মধ্যে ৪ কোটি ৫০ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন।