মিলেছে জামিন তবুও থাকতে হবে জেলে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২৩ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি।

তারপর থেকেই প্রাক্তন মন্ত্রীর ঠিকানা প্রেসিডেন্সি জেল। অবশেষে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পেলেন পার্থ। ইডি আদালত তরফে দুটি ৫ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকার বন্ডে পার্থর জামিন মঞ্জুর করা হয়।

যদিও জামিন মিললেও এখনই জেলমুক্তি হবে না পার্থর। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সিবিআই-র প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা এখনও চলছে। ফলে সেই মামলায় জামিন না পাওয়া পর্যন্ত আপাতত জেলেই থাকতে হবে পার্থকে।