সুখবর, শিয়ালদাতেও চলবে বন্দে ভারত

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। বন্দে ভারত এক্সপ্রেসের হাত ধরে ভারতীয় রেলে শুরু হয়েছে এক নয়া অধ্যায়ের। এবার রেল সূত্রে খবর, পশ্চিমবঙ্গের দ্বিতীয় ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের শেড তৈরি হতে চলেছে চিৎপুর রেল ইয়ার্ডে।

ইতিমধ্যেই রেল বোর্ডের কাছে পাঠানো হয়েছে শেড তৈরির প্রস্তাবনা। রেলের তরফ থেকে অনুমতি মিললেই শুরু হয়ে যাবে কাজ। বাংলার দ্বিতীয় ‘বন্দে ভারত’ শেড তৈরিতে ২৫০ কোটি টাকার বাজেট ধরেছে রেল। শেড তৈরির প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চিৎপুরে।

বর্তমানে হাওড়া স্টেশন থেকে ছাড়ছে একাধিক বন্দে ভারত এক্সপ্রেস। অদূর ভবিষ্যতে শিয়ালদা থেকেও সূচনা হবে বন্দে ভারতের। বন্দে ভারত এক্সপ্রেসের জন্য হাওড়ায় যেমন শেড রয়েছে, ঠিক তেমনই একটি শেড তৈরির পরিকল্পনা চলছে শিয়ালদায়। শিয়ালদা স্টেশনের জন্য বন্দে ভারতের শেডই তৈরি হতে চলেছে চিৎপুর ইয়ার্ডে।