সুখবর, পাঁচ হাজার টাকা পাবে রাজ্যবাসী

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম লক্ষীর ভান্ডার। লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা প্রতিমাসে পেয়ে থাকেন ভাতা।

তবে এবার রাজ্য সরকার এমন একটি প্রকল্প নিয়ে এসেছে যার মাধ্যমে মিলবে পাঁচ হাজার টাকা। এই প্রকল্পের সুবিধা পাবেন পুরুষ ও নারী উভয়ই। রাজ্য সরকার ৭০০ কোটি টাকা বরাদ্দ করেছে তাঁত শিল্পীদের জন্য। এককালীন কো অপারেটিভ ব্যাংকের ঋণ মুকুব, এককালীন ১ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য, সুতো ক্রয় করার ক্ষেত্রে ১০% ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

এছাড়াও ৫০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে তাঁতঘর মেরামতি ও অন্যান্য সরঞ্জাম কেনার জন্য। এছাড়াও জানানো হয়েছে ৬০ বছরের কম বয়সী কোনও তাঁত শিল্পীর মৃত্যু হলে তার পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।