সুখবর, মহানগরীর বুকে ফিরতে পারে পুরনো ঐতিহ্য

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর রাজ্য সরকারের তরফে। কলকাতার মানুষদের জন্য পুরনো স্মৃতি উসকে ফের রাস্তায় নামতে চলেছে ডবল ডেকার বাস। দুদশক বন্ধ থাকার পর কলকাতার রাস্তায় হয়ত ফিরে আসতে চলেছে সেই ডবল ডেকার বাস।

কলকাতার রাস্তায় ডবল ডেকার বাসের পথ চলা শুরু আনুমানিক ১৯২৬ সালে। উত্তর কলকাতার শ্যামবাজার এবং দক্ষিণ কলকাতার কালীঘাটকে সংযুক্ত করেছিল এই বাসের প্রথম রুট।

কালক্রমে কলকাতার অন্যতম একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় এই ডবল ডেকার বাস। পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ইঙ্গিত দিলেন ঐতিহ্যবাহী সেই ডবল ডেকার বাস কলকাতার রাস্তায় ফের চালানোর। গাড়ির পথকর সংক্রান্ত দুটি সংশোধনী বিল সম্প্রতি বিধানসভায় পেশ করেন পরিবহন মন্ত্রী।