খুশির খবর, মরশুমের সবচেয়ে সস্তা ইলিশ বিক্রি হচ্ছে এখনই

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বর্ষার কারণে কিছুটা যেন স্বস্তি মিলল। শ্রাবণের প্রারম্ভে বাঙালির জন্য সুখবর কমতে শুরু করেছে ইলিশ মাছের দাম। চলতি বছরের বর্ষাটা ভালোই কাটছে ইলিশ প্রেমীদের। একে তো জোগান অফুরন্ত, তার উপর দাম-ও কমেছে অনেকটাই।

উল্লেখ্য, দিন কয়েক আগেও ডায়মন্ডহারবার, দীঘা মোহনা থেকে প্রচুর পরিমাণ ইলিশ মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে। আনুমানিক ১০ হাজার টনের মত ইলিশ এসেছে রাজ্যে। একপ্রকার জলের দরে মিলছে ইলিশ।

মাছ বিক্রেতারা জানাচ্ছেন, ৩০০ থেকে ৩৫০ গ্রামের ইলিশ মাছের দাম রয়েছে ৫০০ টাকা। ৭০০ গ্রাম ওজনের মাঝারি আকারের ইলিশের দাম রয়েছে ৮০০ থেকে ৯০০ টাকা। অন্যদিকে ১ কেজির ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৮০০ টাকায়। মরশুমের সবচেয়ে সস্তা ইলিশ বিক্রি হচ্ছে এখনই।