বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার কিছুদিন আগেই মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্র সরকার।
৪ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ বাড়িয়েছে কেন্দ্র। এর আগে ৪৬% হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। বর্তমানে তা বেড়ে হয়েছে ৫০ শতাংশ। পাশাপাশি সম্প্রতি সরকারি কর্মীদের ৬ ধরনের ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র।
গত ২ এপ্রিল এই মর্মে প্রধানমন্ত্রী মোদীর অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে অফিস মেমোব়্যান্ডাম জারি করে বিভিন্ন ভাতা বাড়ানোর ঘোষণা হয়েছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, কেন্দ্রীয় কর্মচারীদের হাউস রেন্ট অ্যালাউন্স (এইচআরএ) বাড়ানো হয়েছে।