খুশির খবর, আপাতত এখনই খুলছে না স্কুল

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে তীব্র দাবদাহের জেরে গত ২২ এপ্রিল রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে গরমের ছুটি ঘোষণা করে রাজ্য সরকার।

তবে নয়া নির্দেশিকা জারি করে শিক্ষাদপ্তর জানিয়েছে ৩ জুন শিক্ষক-অশিক্ষক কর্মীদের স্কুলে যেতে হলেও পড়ুয়াদের এখনই যেতে হবে না। তারা স্কুল যাবে আরও এক সপ্তাহ পর। সরকারি নির্দেশিকা রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক-মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্কুল খুলছে ১০ জুন। সূত্রে জানা গিয়েছে, ভোটের আবহে স্কুলগুলি পড়ুয়াদের জন্য খোলা হবে না।

বেশির ভাগ শিক্ষকই বর্তমানে ভোটের কাজে নিযুক্ত রয়েছেন। অনেক স্কুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আগামী ১ জুন রয়েছে শেষ দফার ভোট। বিভিন্ন স্কুলে স্কুলে ভোটদান চলছে। ভোটকর্মী’ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্কুলে স্কুলে ঠাঁই নিয়েছে।