আচমকাই হয়ে পড়লেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। আমদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হীরাবেনের বয়স হয়েছে ৯৯ বছর। রাত থেকে শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সকাল থেকেই তাঁকে দেখতে হাসপাতালে ভিড় জমান গুজরাত বিজেপির একের পর এক নেতৃত্ব।
জানা গিয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই হাসপাতালে ভর্তি করাতে হয়েছে হীরাবেনকে। আমদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিয়োলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন হীরাবেন। হাসপাতালের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আপাতত হীরাবেনের শারীরিক অবস্থা স্থিতিশীল।
প্রধানমন্ত্রীর জীবনে তাঁক মায়ের বিশেষ স্থান রয়েছে৷ প্রায়ই গুজরাতে দেখা করতে যান নমো। গত জুন মাসেই মায়ের ৯৯ তম জন্মদিনে তাঁর সঙ্গে দেখা করতে নিজ রাজ্যে ছুটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এদিকে, মঙ্গলবারই দুর্ঘটনার কবলে পড়েছিল প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদীর গাড়ি। কর্নাটকের মাইসুরুতে দুর্ঘটনাটি ঘটে৷ সেই সময় প্রহ্লাদ ছাড়াও গাড়িতে ছিলেন তাঁর স্ত্রী, পুত্র,পুত্রবধূ এবং নাতি। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। ওই দিন রাতেই অসুস্থ হয়ে পড়লেন হীরাবেনও৷