পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর পশ্চিমবঙ্গ সরকারের তরফে। সরকারের একটি প্রকল্পের মাধ্যমে মোবাইল ফোন অথবা ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হয়। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই স্কিম শুরু করে পশ্চিমবঙ্গ সরকার।
‘তরুণের স্বপ্ন’ নামের এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের মোবাইল ফোন অথবা ট্যাব কেনার জন্য ১০,০০০ টাকা করে দেয় সরকার। ২০২৪-২৫ সালে কবে এই টাকা পাওয়া যাবে, সম্প্রতি সেই আপডেট প্রকাশ্যে এসেছে। ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের জন্য চলতি বছর ২৫ মধ্যে ছাত্রছাত্রীদের ডিটেলস ওয়েবসাইটে আপলোড করে দেওয়ার কথা।
তবে জানা যাচ্ছে, আগস্ট মাসে এই প্রকল্পের টাকা আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস নাগাদ ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের টাকা পাঠানো হতে পারে। টাকা দেওয়া শুরু হলে জানতে পারবেন পড়ুয়ারা।