চলতি বছর প্রায় শেষের পথে, বাকি মাত্র আর কটা দিন। তারপরেই শুরু নতুন বছরের। তবে নতুন বছরের আগেই বড় ঘোষণা। ফের বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন। জানা যাচ্ছে, ২০২৪ সালের শুরু থেকেই মূল বেতন বৃদ্ধির সঙ্গে কেন্দ্রীয় কর্মীদের বড় উপহার দিতে পারে মোদী সরকার।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ অন্তর্বর্তীকালীন বাজেটে এই নিয়ে ঘোষণা হতে পারে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ফিটমেন্ট ফ্যাক্টার নিয়ে দাবি জানিয়ে আসছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আর ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি মানেই লক্ষ্মীলাভ। কর্মীদের ন্যূনতম বেতন ফের বৃদ্ধি পাবে। ২০২৪-এর বাজেটেই এই নিয়ে বড়সড় ঘোষণা হতে পারে৷ ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পেলে বাড়বে বেসিক স্যালারি। উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টার ২.৫৭ শতাংশ।