রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। উৎসবের মরশুমে পূর্ব রেল এবার ঘোষণা করল ৯ জোড়া স্পেশাল ট্রেনের। স্পেশাল ট্রেনগুলির ফলে উপলব্ধ হবে অতিরক্ত ১৭৯০০০ বার্থ।
পূর্ব রেল জানিয়েছে, ১লা ডিসেম্বর ২০২৪ পর্যন্ত একাধিক রুটে চালানো হবে পুজো স্পেশাল ট্রেন। অনেকেই রয়েছেন পুজোর সময় পরিবার বা বন্ধুদের সাথে বাইরে ঘুরতে চলে যান।
আবার অনেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুজো উপলক্ষ্যে ফেরেন বাড়ি। তবে উৎসবের মরশুমে ট্রেনের টিকিট পেতে কালঘাম ছুটে যায় অনেকের। তবে পূর্ব রেলের এই উদ্যোগে নিঃসন্দেহে উপকৃত হবেন হাজার হাজার যাত্রী।