খুশির খবর এলো ক্রীড়া জগতে৷ যুবরাজের ঘরে এল নতুন অতিথি৷ বাবা হলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা যুবরাজ সিং৷ মঙ্গলবার পুত্র সন্তানের জন্ম দিলেন যুবরাজ পত্নী হেজেল কিচ৷ গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় নিজেই এই সুখবর দেন যুবি৷
২০১৬ সালে হ্যাজেল কিচের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন যুবরাজ৷ পাঁচ বছর পর এই তারকা দম্পতির সংসারে এল নতুন অতিথি। শুভানুধ্যায়ীদের সুখবর জানিয়ে যুবি জানান, প্রথমবার বাবা হলেন তিনি। হেজেল এবং যুবি লেখেন, “আমাদের সকল অনুরাগী, বন্ধুবান্ধব ও পরিবারকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ঈশ্বরের আশীর্বাদে আমাদের সংসারে এসেছে পুত্র সন্তান৷ আপনাদের সকলের শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখবেন, সেটাই আশা রাখি।”
যুবির সন্তানের খবরে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা৷ ২০১৬ সালে রাজকীয় ভাবে সাত পাকে বাঁধা পড়েন বিদেশিনী হেজেল ও অলরাউন্ডার যুবি৷ এই ক্রিকেটারের জীবন বহু মানুষকে অনুপ্রাণিত করেছে৷ শুধু খেলার মাঠে নয়, অসুখের সঙ্গেও দীর্ঘ লড়াই করে জয়ী হয়েছেন তিনি৷ ক্যান্সারকে হারিয়ে মাঠেও ফিরেছেন৷ যে লড়াই ভুলতে পারেননি তাঁর অনুরাগীরা৷
ছেলে হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শোয়ার করতেই শুভেচ্ছার বন্যায় ভাসেন তারকা দম্পতি৷ শুভেচ্ছা জানিয়েছেন, অভিষেক বচ্চন, অভিনেত্রী রিচা চাড্ডা, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি-সহ বহু সেলিব্রিটি৷ একদা সতীর্থ ইরফান পাঠান অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘‘অসংখ্য শুভেচ্ছা জানাই৷ আমি নিশ্চিত তুমি খুব ভালো বাবা হবে৷ নতুন অতিথিকে আমার অনের ভালোবাসা৷’’ ২০১৯ সালে বিশ্বকাপ চলাকালীনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়াক কথা ঘোষণা করেছেলিলেন দেশের অন্যতম সেরা অলরাউন্ডার। ছয় বলে ছয় ছক্কার মালিক যুবি খানিকটা অভিমানেই ছেড়েছিলেন খেলার মাঠ৷ তবে পরবর্তী সময়ে ফের ক্রিকেটে ফেরার ইচ্ছা প্রকাশ করেন তিনি। সব কিছু ঠিক থাকলে আগামী মাসেই ২২ গজে দেখা যাবে যুবিকে৷