সুখবর, একধাপে ভাড়া কমেছে অনেকটাই

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে, আগামী ১ জুলাই থেকেই কমতে চলেছে ট্রেনের ভাড়া।

মূলত, ৫৬৩ টি লোকাল ট্রেনের ভাড়া এবার কমবে। আপাতত ওই ট্রেনগুলির ন্যূনতম ভাড়ার পরিমাণ হল ৩০ টাকা। কিন্তু, আগামী মাসের প্রথম থেকেই অর্থাৎ ১ জুলাই থেকে ওই ভাড়ার পরিমাণ কমিয়ে ১০ টাকা করা হচ্ছে। এমতাবস্থায়, সামগ্রিকভাবে ওই ৫৬৩ টি ট্রেনের ন্যূনতম ভাড়া এবার ৩ গুণ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রেলের তরফে।

রিপোর্ট অনুযায়ী আম্বালা, দিল্লি, ফিরোজপুর, লখনউ এবং মোরাদাবাদ-এই ৫ টি ডিভিশনকে ইতিমধ্যেই উত্তর রেলওয়ের তরফে এই নির্দেশ জারি করা হয়েছে। পাশাপাশি, ওই ৫৬৩ টি স্পেশাল লোকাল ট্রেনের নম্বর পাল্টানোর নির্দেশিকাও জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। এমতাববস্থায়, ওই নির্দিষ্ট সংখ্যক ট্রেনগুলির নম্বরের সামনে থেকে “০” থাকবে না।