রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার একটি নতুন যুগ শুরু হতে চলেছে। কারণ, ভারতে প্রথম হাইড্রোজেন ট্রেন চলার জন্য প্রস্তুত। ইতিমধ্যেই চেন্নাইতে স্থিত ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি-এর জেনারেল ম্যানেজার সুব্বা রাও এই ট্রেনের সর্বশেষ আপডেট দিয়েছেন। তিনি জানান, ভারতে হাইড্রোজেন ট্রেন চালু হতে চলেছে।
ডিজেল থেকে বৈদ্যুতিক লোকোমোটিভে রূপান্তরের পরে, রেল মন্ত্রক শীঘ্রই ভারতে হাইড্রোজেন চালিত ট্রেন চালু করার প্রস্তুতি নিচ্ছে। ২০২৫ সালের মার্চ মাস থেকেই এই ট্রেনগুলি শুরু হবে। প্রথম হাইড্রোজেন ট্রেনটি উত্তর রেলওয়ের দিল্লি ডিসিশনে বরাদ্দ করা হয়েছে। এই ট্রেনটি ৮৯ কিলোমিটার দীর্ঘ জিন্দ-সোনিপাত সেকশনে চলবে।
তিনি জানান, ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন তৈরি করছে চেন্নাইতে স্থিত ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, হাইড্রোজেন ট্রেন থেকে কার্বন নির্গমন হবে নগণ্য। রেল ৩৫ টি হাইড্রোজেন ট্রেনের জন্য ২,৮০০ কোটি টাকা বরাদ্দ করেছে।