রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। বন্দে ভারতের মতো দ্রুতগতিসম্পন্ন ট্রেন সফলভাবে চালানোর পর এবার পরীক্ষামূলকভাবে ভারতে প্রথম বুলেট ট্রেন চালানো হবে। উন্নত দেশ জাপানের অত্যাধুনিক ট্রেন ‘শিনকানসেন’ এবার আসতে চলেছে ভারতেও।
পরিস্থিতি ঠিক থাকলে আগামী বছরগুলি থেকে ভারতীয় রেলের ট্র্যাকে ছুটবে এই বুলেট ট্রেন। সম্প্রতি জাপান ঘোষণা করেছে, যে ভারতে E5 ও E3 সিরিজের ‘শিনকানসেন’ ট্রেন পাঠানো হবে। পরীক্ষার সময়ে ৩৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে চলবে বুলেট ট্রেন। রেল আধিকারিকরা এর আগে জানিয়েছিলেন, বিমানের টেক-অফ গতির সঙ্গে তুলনা করা হবে এই বুলেট ট্রেনের ট্রায়ালের এই গতি।
তবে, যাত্রীবাহী ট্রেন চলবে প্রতি ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিতে। ভারতীয় রেলমন্ত্রক সূত্রে জানা গেছে, মুম্বই থেকে আমেদাবাদ রেল করিডরের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।