শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই বড় সুখবর। এবার শহরে এক কাঠার কম জমিতেও বাড়ি তৈরির অনুমোদন দেবে কলকাতা পুরসভা। তবে এক্ষেত্রে রয়েছে বেশ কিছু শর্ত। কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, কত তলা বাড়ি করা যাবে তা নির্ভর করবে ভিতের উপর।
মেয়র জানান, পুর এলাকায় ছোট জমির ক্ষেত্রে বাড়ি তৈরির অনুমোদন দেওয়ার বিষয়ে বহুদিন ধরেই ভাবনাচিন্তা চলছিল। সেটাই বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। ফিরহাদ জানান, তিন কাঠা অবধি জমির ক্ষেত্রে বাড়ি তৈরির অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুড়সভা তরফে।
১৫ দিনের মধ্যে বিল্ডিংয়ের ‘প্ল্যান’ না-পেলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছেন মেয়র। পুরসভা সূত্রে খবর, শহরের ১০৪ নম্বর ওয়ার্ডে একটি ১০ ছটাক জমি অর্থাৎ আধ কাঠার মত জমিতে নূন্যতম টাকায় বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে।