তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। এই প্রকল্পগুলোর মধ্যে অন্যতম বার্ধক্য ভাতা। এই প্রকল্পের আওতায় ৬০ বছর বয়সের ঊর্ধ্বে রাজ্যের মানুষকে মাসিক এক হাজার টাকা করে ভাতা প্রদান করা হয়ে থাকে।
রাজ্য সরকারের এই ভাতা বর্তমানে বাংলার ২০ লাখ ১৫ হাজার মানুষ পেয়ে থাকেন। তবে এবার এই প্রকল্পে সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানো হবে, সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। আরও ৫০ হাজার বৃদ্ধ-বৃদ্ধাদের এই প্রকল্পের সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার। বার্ধক্য ভাতা প্রকল্পে রাজ্য সরকারের চালু করা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়ে থাকে।
উপভোক্তা বাড়ানোর জন্য ইতিমধ্যেই সরকারি পোর্টালে সুবিধাভোগীদের নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছে যাবে। মাসের শুরুতেই সাধারণত এই টাকা প্রদান করা হয়ে থাকে।