সুখবর ভ্ৰমণ প্রেমীদের জন্য, চালু হতে চলেছে প্রমোদতরী

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এই ভ্ৰমণ প্রেমীদের জন্যই বড় সুখবর। বহু প্রতীক্ষিত প্রমোদতরী চালু হতে চলেছে দীঘায়। এখন থেকে গোয়ার আনন্দ পাওয়া যাবে দীঘাতেই।

বিলাসবহুল প্রমোদতরীর নাম দেওয়া হয়েছে এমভি নিবেদিতা। এই প্রমোদতরীতে পর্যটকদের বিনোদনের জন্য নানান ধরনের ব্যবস্থা থাকবে। আগামী জুলাই মাস থেকেই সমুদ্র বক্ষে পর্যটকদের জন্য ‘এম ভি নিবেদিতা’ নামের প্রমোদতরী বা ক্রুজ চালু হয়ে যাচ্ছে। শুরু হয়েছে সাজসজ্জার কাজ। সমুদ্র বক্ষে প্রমোদভবন চালু করার জন্য ইতিমধ্যেই পরিকাঠামাগত সমস্ত কাজ শেষ।

বাতানুকূল এই প্রমোদতরীটিতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সমুদ্রবক্ষে ভ্রমণ সহ গান-বাজনা খাওয়া-দাওয়া সহ দুর্দান্ত ব্যবস্থা থাকছে। থাকছে মোট ২ টি ডেক। ৮০ টি আসন থাকছে যাত্রীদের বসার জন্য। দিঘার নায়েকালী মন্দির প্রাঙ্গনে নতুন পল্টুন জেটি তৈরি করা হয়েছে।